ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হয়েছে প্রথম উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
শুরু হয়েছে প্রথম উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে ‘প্রথম উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা ২০১৬’ শুরু হয়েছে। টুর্নামেন্ট চলবে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত।

পুরুষ এককে বৃটিশ হাই কমিশন ক্লাবের মুনির হোসেন ৬-৪, ৬-৪ গেমে আমেরিকান ক্লাবের আরিফ হোসেনকে এবং এলিট টেনিস একাডেমির ফারুক হোসেন ৬-১, ৬-২ গেমে একই একাডেমির স্বাধীন হোসেনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।  

মহিলা এককে বিকেএসপির শাহ সাফিনা লাক্সমি ৬-২, ৬-০ গেমে বিকেএসপির ইতি আক্তারকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।

বালক একক ১৮ বছর গ্রুপে বিকেএসপির মেহেদী হাসান ৬-০, ৬-০ গেমে ফরিদপুরের সাইফুল আলমকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

বৃষ্টির কারণে বিভিন্ন ইভেন্টের বাকি খেলাগুলো স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।