দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতায় প্রথম দিনে ১৭টি ইভেন্টে খেলা সম্পন্ন হয়। প্রথম দিন বাংলাদেশ সেনাবাহিনী ০৯টি স্বর্ণ, ০৮টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জসহ মোট ২৩টি পদক নিয়ে প্রথম স্থান অর্জন করে।
দুই দিনে বাংলাদেশ সেনাবাহিনী ১৮টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হতে বাংলাদেশ নৌবাহিনী ১২টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৩৩টি পদক পেয়েছে।
এদিকে বাংলাদেশ জেল ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৪টি ব্রোঞ্জসহ মোট ১১টি পদক নিয়ে তৃতীয় অবস্থান নিশ্চিত করে। এবারের শ্রেষ্ঠ অ্যাথলেট (পুরুষ): আল আমিন (বাংলাদেশ সেনাবাহিনী): ১৫০০ মিটার দৌড়, ৫০০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক এবং ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
শ্রেষ্ঠ অ্যাথলেট (মহিলা): সুমি আক্তার (বাংলাদেশ সেনাবাহিনী): ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, ৩০০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক এবং ৪০০ মিটার দৌড়ে রৌপ্য পদক অর্জন করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ২২ জুলাই ২০১৭
এমআরপি