২০ লাখ ইউরোর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের জর্ডান স্মিথ। স্মিথের সমান পারের চেয়ে ১৩ শট কম খেলেছিলেন ফ্রান্সের আলেক্সান্ডার লেভিও।
প্রথম রাউন্ডে সাদামাটা পারফরম্যান্সের পর দ্বিতীয় রাউন্ডে দারুণ খেলে তৃতীয় রাউন্ডে উঠে এসেছিলেন সিদ্দিকুর। তৃতীয় দিন পিছিয়ে পড়লেও শেষ রাউন্ডে সমানে সমানে লড়ে শেষ পর্যন্ত আরেক গলফারের সঙ্গে যৌথভাবে পান তৃতীয় স্থান। দারুণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত সিদ্দিকুর জানান, এতটা ভালো তিনি নিজেও আশা করেননি।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমএমএস