ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আন্তঃজেলা মহিলা হ্যান্ডবল ফাইনালে রাজশাহী-নওগাঁ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
আন্তঃজেলা মহিলা হ্যান্ডবল ফাইনালে রাজশাহী-নওগাঁ আন্তঃজেলা মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন

রাজশাহী: রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃজেলা মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় রাজশাহী ও নওগাঁ জেলা ফাইনালে উঠেছে।

বুধবার (০৪ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় রাজশাহী ১৬-২ গোলে নাটোর জেলাকে পরাজিত করে। এর আগে গ্রুপ পর্যায়ে নিজদের প্রথম খেলায় রাজশাহী ১২-২ গোলে হারায় পাবনাকে।

অন্যদিকে, প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে নওগাঁ জেলা ১২-০ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে। গ্রুপ পর্যায়ের প্রথম খেলায় নওগাঁ ২২-২ গোলে হারায় বগুড়া জেলাকে।
 
প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আগামীকাল বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।