দুপুর সাড়ে বারোটায় অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল আবু এসরার। এর আগে ফেডারেশনের সম্মানিত সভাপতি দুপুর ১২ টায় নব স্থাপিত ফ্লাডলাইট টাওয়ার, স্কোরবোর্ড ও মাঠের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।
আগামী ১১ অক্টোবর থেকে ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আসরটি শুরু হবে। যা ২২ অক্টোবর শেষ হবে। এই আসরের জয়ী দল ভারতে অনুষ্ঠেয় ২০১৮ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহন করবে।
এশিয়া কাপে এবার মোট আটটি দল অংশগ্রহন করছে। যেখানে পুল ‘এ’তে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও জাপান। আর পুল ‘বি’তে মালেশিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না ও ওমান।
১১ অক্টোবর ভারত ও জাপানের মধ্যকার ম্যাচ দিয়ে আসর শুরু হবে। একই দিন রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস