সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি পদে পদধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম, সহ-সভাপতি পদে অংসুছাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. নুর, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাধারণ সম্পাদক পদে ক্রীড়া সংগঠক বিদর্শন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক পদে মাহাবুব হাসান বাবু, থোয়াই চা প্রু মার্মা, কোষাধক্ষ্য পদে বিজয় মার্মা।
এছাড়া কমিটির গঠনতন্ত্র মোতাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা এবং যুব উন্নয়ন কর্মকর্তা কমিটির নির্বাহী সদস্য থাকবেন।
কমিটির বাকি সদস্যরা হলেন- শফিউল আলম খোকন, মংসুই ছাইন মার্মা, কাজী মোশাররফ হোসেন, এম জাহাঙ্গীর আলম, নুরনবী সফু, আব্দুল হাই খোকন, মো. ইসমাইল হোসেন, নুর বেগম মিতা, ইসানু মার্মা এবং জ্যোর্তিময় তঞ্চাঙ্গ্যা।
আগামী চার বছরের জন্য এ কমিটি উপজেলা ক্রীড়ার উন্নয়নে কাজ করবেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আজাদসহ ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনটি