এরা হলেন শওকত বিন ওসমান শাওন, মনির হোসেন, নয়ন কুমার মোহন্ত, আব্দুল মোমিন, নিলয় দেবনাথ, যোয়ার হক প্রধান, অনত চৌধুরী, মো. আনিসুজ্জামান মল্লিক, শাহনাজ মোহাম্মদ ফারুক, দেওয়ান শহিদুল আমীন, আহমেদ জাহাঙ্গীর বাবুল, মোহাম্মদ সিরাজুল কবীর, মুকিতুল ইসলাম রিপন, রিয়াসাত-ই-নূর, মো. আফজাল হোসেন ও জাবের আল হামিদ।
সোমবার (৩০ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে সকালে দ্বিতীয় এবং বিকেলে তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
তৃতীয় রাউন্ডের খেলায় শাওন মাসুদকে, মনির মোতাকাব্বিরকে, নয়ন গোলাম সারোয়ারকে, মোমিন মালেককে, রিয়াসাত শেখ রাশেদুলকে, নিলয় রাজীবুলকে, যোয়ার সোহাগকে, অনতা আলমগীর-২-কে, শাহনাজ জুয়েলকে, আনিস জিয়াউদ্দিনকে, শহিদুল কাশেমকে, বাবুল মোহাম্মদ জুয়েলকে, সিরাজ আজাদকে, রিপন নেসারকে, আফজাল নূরুলকে ও জাবের রাব্বিকে পরাজিত করেন।
আবু হানিফ নাসিরউদ্দিন অপুর সাথে এবং মোহাম্মদ হাসান মতিউর রহমান মামুনের সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
এমআরপি