সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ৪ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন যোয়ার হক প্রধান, শরীয়তউল্লাহ, মোঃ মতিউর রহমান মামুন ও মোহাম্মদ সিরাজুল কবীর।
ছয় পয়েন্ট করে নিয়ে ১৫ জন খেলোয়াড় তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেন মনির হোসেন, নয়ন কুমার মোহন্ত, আবজিদ রহমান, গিয়াস উদ্দিন আহমেদ, আনিসুজ্জামান মল্লিক, ফয়সাল হোসেন, নাসির হোসেন ভূঁইয়া, দেওয়ান শহিদুল আমীন, আহমেদ জাহাঙ্গীর বাবুল, জাকির হোসেন শিপলু, মুকিতুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম লিপন, মুতাকাব্বির, আব্দুল মালেক ও নাসির উদ্দিন অপু।
শনিবার (৪ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় শাওন আনিসকে, সিরাজ আব্দুল মোমিনকে, শরীয়তউল্লাহ জাবের আল হামিদকে, মামুন জাবেদ আল আজাদকেম গিয়াস আমির হোসেনকে, অপু ইব্রাহীমকে, নাসিম শাহনাজ মোহাম্মদ ফারুককে, শহিদুল এবি বাপ্পীকে, বাবুল মনিরুজ্জামান মনিকে, শিপলু নূরুল আমিনকে, লিপন ইয়াসির আলী খান ইভানকে, মুতাকাব্বির এম জাহিরুল ইসলামকে ও মালেক আব্দুল্লাহ আল রাইসনকে পরাজিত করেন।
এছাড়া, মনির যোয়ারের সাথে, নয়ন ফয়সালের সাথে, আবজিদ রিপনের সাথে ও অনত চৌধুরী নিলয় দেবনাথের সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ৪ নভেম্বর ২০১৭
এমআরপি