মঙ্গলবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলা মাঠে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিক্স, সাঁতার ও ওয়াটারপ্লো) এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। মাদক ও অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর এবং জবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন- জবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মাদ, সহকারী প্রক্টর ড. মোস্তফা কামালসহ শিক্ষক-শিক্ষিকা এবং অংশগ্রহণকারী প্রতিযোগিরা।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
কেডি/আরবি/