এ ঘৃণ্য হামলার নিন্দা জানিয়েছে স্পোর্টস চ্যাম্পের দায়িত্বে থাকা ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে বুধবার (১০ এপ্রিল) অসমাপ্ত হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালে ইবি টিমকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১১ এপ্রিল) চ্যাম্পে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ৫ এপ্রিল (শুক্রবার) জাবিতে সেমিফাইনাল খেলার আগ মুহূর্তে জাবি ছাত্রলীগের কয়েকজন কর্মী মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় ইবির হ্যান্ডবল দলের দুই খেলোয়াড়কে। এসময় ইবির পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যুর দাবি করে জাবি থেকে চলে আসে ইবি দল।
পরর্তীতে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিরাপত্তার আশ্বাসে বুধবার জাবিতে খেলতে যায় ইবি। বেলা সাড়ে ৩টায় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে পর্যন্ত ইবি টিম ১৩-১০ গোলে এগিয়ে ছিল। তখন হঠাৎ করেই ইবি টিমের খেলোয়াড়দের ওপর ঝাঁপিয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীরা।
এসময় তাদের হামলায় সাতজন খেলোয়াড়, ইবির সিন্ডিকেট সদস্য ড. অধ্যাপক মাহবুবর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল ও উপ-ক্রীড়া পরিচালক শাহ আলম আহত হন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জিপি