ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

ফেনীতে বঙ্গবন্ধু একাডেমী কাপ ফুটবল টুনামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ফেনীতে বঙ্গবন্ধু একাডেমী কাপ ফুটবল টুনামেন্ট

ফেনী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেনীতে বঙ্গবন্ধু একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার (১০ মার্চ) বিকেলে ভাষাশহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৮ দুটি ইভেন্টে শিরোপা জিতেছে ফেনী ফুটবল একাডেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য খন্দকার রকিবুল ইসলাম রকিব, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গ্রাসরুট ম্যানেজার মো. হাসান মাহমুদ।

ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্রীড়ামোদী লোকজন উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় অনূর্ধ্ব-১২ ফেনী স্পোর্টস ফুটবল একাডেমীকে ৩-০ গোলে হারিয়ে ফুটবল একাডেমী ফেনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফুটবল একাডেমী ফেনীর মো. রিপন।

এদিকে, অনূর্ধ্ব-১৮ ছাগলনাইয়া ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারিয়ে ফুটবল একাডেমী ফেনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ফুটবল একাডেমী ফেনীর আবির।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়ের মধ্যে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।