ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

খেলা

তৃতীয় রাউন্ডে জোকোভিচ, রাডুকানুর বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, জুন ৩০, ২০২২
তৃতীয় রাউন্ডে জোকোভিচ, রাডুকানুর বিদায়

উইম্বলডনে দারুণ খেলছেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছেন সার্বিয়ান এই তারকা।

অপরদিকে মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে গত ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাডুকানু।

চতুর্থ শিরোপা জেতার লক্ষ্যকে সামনে রেখে বুধবার (২৯ জুন) কোকিনাকিসকের মুখোমুখি হন জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে ৬-১, ৬-৪, ৬-২ গেমে জয়লাভ করেন তিনি।

অপরডিদকে মেয়েদের এককে ফ্রান্সের কেহোলিন গার্সিয়ার বিপক্ষে ৬-৩, ৬-৩ গেমে হারেন ব্রিটিশ তারকা রাডুকানু। এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন; তিনটি টুর্নামেন্টই দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন গতবারের ইউএস ওপেন শিরোপা জেতা এই টেনিস তারকা।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।