ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

কলকাতা যাওয়ার যাত্রী নেই, ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
কলকাতা যাওয়ার যাত্রী নেই, ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম সীমিত করায় ঢাকা-কলকাতা রুটে বিমানপথে যাত্রী অনেক কমেছে। এতে লোকসানে পড়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলো।

 তাই আর লোকসান না গুনতে ঢাকা-কলকাতা ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে নভোএয়ার। তবে ভিসা কার্যক্রমে গতি এলে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে বলে জানা গেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ভিসা না পাওয়ায় বাংলাদেশ থেকে অধিকাংশ যাত্রী ভারতে যেতে পারছেন না। ফ্লাইটগুলোতে যাত্রী অর্ধেকেরও নিচে এখন। সেজন্য সোমবার থেকে কলকাতা রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ভিসা কার্যক্রমে গতি এলে অর্থাৎ যাত্রী বাড়লে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে।

নভোএয়ার সূত্রের খবর, ঢাকা-কলকাতা রুটে আগে প্রতিদিন একটি করে সপ্তাহে সাতটি ফ্লাইট ছিল এই প্রতিষ্ঠানের। মাসে প্রায় দুই হাজারের বেশি যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে এই রুটে তিনটি ফ্লাইট চলছে। তাতেও লস হচ্ছিল। যাত্রী নেই বললেই চলে। এ রুটে স্বল্পদূরত্বে ওড়ার উপযোগী এটিআর ৭২-৫০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করে নভোএয়ার, যার ধারণক্ষমতা ৭০ জন। বর্তমানে এর অর্ধেক সিট ফাঁকা যাচ্ছে।

এদিকে, একই কারণে (যাত্রী খরায়) বাংলাদেশ থেকে আরেক বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ঢাকা-কলকাতা রুটে ১৪টি ফ্লাইটের জায়গায় ছয়টি চলছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখন ৭টি ফ্লাইট চলছে, আগে তাদের এর দ্বিগুণ সংখ্যায় ফ্লাইট চলতো। একইসঙ্গে এ দুটি এয়ারলাইন্সের ঢাকা-চেন্নাই ও ঢাকা-দিল্লি ফ্লাইট সংখ্যাও কমেছে।

উল্লেখ্য, ঢাকা থেকে কলকাতা রুটের ভাড়া এয়ারলাইন্স ভেদে ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬,  ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।