ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ব্যাংকক ফ্লাইটের টেকনিক্যাল সমস্যার কারণে ঢাকায় অবতরণ করে এবং ওই ফ্লাইটের যাত্রীদের অন্য এয়ারক্রাফটে ব্যাংককে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিমানের এক বিবৃতিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৮৮ শুক্রবার সকাল ১১টা ৪৭ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে উড্ডয়ন করে।
ঢাকাতে নিরাপদে অবতরণের পরে যাত্রীদের অপর একটি উড়োজাহাজে বেলা ৫টা ২৬ মিনিটে ঢাকা থেকে ব্যাংককে পাঠানো হয়। যাত্রীদের নিয়ে বিমানের ফ্লাইটটি নিরাপদে ব্যাংককে ইতোমধ্যে অবতরণ করেছে। নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ফ্লাইটের যাত্রীদের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যন্ত দুঃখ প্রকাশ করছে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এমআইএইচ/এসএএইচ