ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

একজন পর্যটকের আগমন, ১১ মানুষের কর্মসংস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
একজন পর্যটকের আগমন, ১১ মানুষের কর্মসংস্থান

টাঙ্গাইল: বেসামররিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে একজন পর্যটকের আগমন হলে ১১জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। তাই বর্তমান সরকার পর্যটনের উন্নয়নে কাজ করছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জেলার দেলদুয়ার আটিয়া ইউনিয়নের গড়াসিন গ্রামে আজিয়ার কমিউনিটি বেস্ট ট্যুরিজম ভিলেজের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

পর্যটন মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ১১ থেকে ১২ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করছে।

পর্যটকই সুন্দর ও স্বাধীন কর্মসংস্থান জানিয়ে মন্ত্রী যুবকদের বেসরকারি পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
 
তিনি বলেন, বর্তমানে দেশের প্রবৃদ্ধি সাত এসে দাঁড়িয়েছে। ২০২০ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

এসময় গড়াসিন গ্রামের ৩০ বাড়িতে বেসরকারিভাবে পর্যটকদের জন্য আবাসিক ব্যবস্থা গড়ে উঠার কথা জেনে মন্ত্রী মুগ্ধ হন।

দেলদুয়ারের ঐতিহ্যের এ উপজেলার কারুশিল্প, পর্যটনশিল্প, ৪শ বছরের পুরোন আটিয়া জামে মসজিদ, তাঁতশিল্প ও লেবু চাষের কথা তুলে ধরেন। নিরাপদ খাদ্য উপজেলা হিসেবে এ উপজেলার প্রশংসাও করেন তিনি।
 
অনুষ্ঠানের শেষে মন্ত্রী গড়াসিন গ্রামে আজিয়ার কমিউনিটি বেস্ট ট্যুরিজম ভিলেজের ফলক উন্মচন করেন এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবীন্দ্র চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার ফজলুল হক, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি  ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।