ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

পর্যটন

এবার ঈদে ঘুরে আসুন পাহাড়পুরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এবার ঈদে ঘুরে আসুন পাহাড়পুরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: কোরবানি ঈদের আনন্দময় ছুটিতে এবার দর্শনার্থীর ঢল নামবে বিশ্ব ঐতিহ্য ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার নওগাঁর পাহাড়পুরে।  

যাতায়াত ব্যবস্থাসহ পাহাড়পুরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিহারটি সংস্কার করায় দর্শনার্থীরা আকৃষ্ট হবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বিহার এলাকায় অবকাঠমোগত উন্নয়নের কাজ প্রায় শেষ দিকে। এরই মধ্যে আগতদের সুবিধার্থে পাহাড়পুর বিহার এলাকায় পিকনিক সেড, গাড়ি পার্কিং ব্যবস্থা সেনিটেশন সুবিধা ও সামীনা প্রচীর নির্মাণসহ আধুনিক সুযোগ সুবিধা গড়ে তোলা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফলে, দর্শনার্থীরা নির্বিঘ্নে আকর্ষণীয় ঐতিহাসিক বৌদ্ধ বিহারটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।  

পাহাড়পুর যাদু ঘরের কাস্টডিয়ান সাদেকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঈদে দর্শনার্থীদের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরো বাড়ানো হয়েছে। পিকিন সেড এলাকায় গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী। তাই অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ কর্মক্ষেত্রগুলোতে ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করেছে লোক সমাগম। দিন-দিন বিদেশি পর্যটকও বাড়ছে।  

তিনি জানান, মাত্র ১ বছরের ব্যবধানে পাহাড়পুরে দর্শনার্থী বেড়েছে প্রায় দুই গুণ। ২০১৫-১৬ অর্থ বছরে প্রায় আড়াই লাখ দর্শনার্থী পাহাড়পুর পরিদর্শন করেছেন। এতে রাজস্ব আয় হয়েছে ৪৯ লাখ ৬২ হাজার টাকা। এর আগের বছর অর্থাৎ ২০১৪-১৫ অর্থ বছরে আয় হয়েছিলো ২৭ লাখ ২৬ হাজার টাকা।  

কাস্টডিয়ান সাদেকুল ইসলাম আরও জানান, বছর জুড়েই দর্শনার্থী ও পর্যটকরা পাহাড়পুর দেখতে আসেন। তবে দুই ঈদ ও দুর্গা পূজার সময় দর্শনার্থী বেড়ে দাঁড়ায় তিন থেকে চার গুণ। উৎসবগুলোতে ছুটি পেয়ে দেশের নানা প্রান্ত থেকে আনন্দ উপভোগ ও ঐতিহাসিক প্রত্নসম্পদটি দেখতে মানুষ ছুটে আছেন।  

পাহাড়পুরে আসা-যাওয়ার সড়কগুলোর উন্নয়ন হয়েছে। পাশাপাশি আগতদের জন্য নির্মিত অবকাঠামোগুলোর ব্যবহার করে পর্যটকরা আনন্দ উপভোগ করতে পারবেন। এ কারণেই এবার ঈদে এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।  

নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে  পাহাড়পুরে আনন্দ উপভোগ করতে পারে। সেজন্য পুলিশ মোতায়েন থাকবে। বিহার এলাকার আইন শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে থাকা পুলিশ ফাঁড়িতে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান এসপি।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।