ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

পর্যটন

পর্যটন দিবসের ৠালি টিএসসি চত্বরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
পর্যটন দিবসের ৠালি টিএসসি চত্বরে ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর- মোল্লা ও রানা

ঢাকা: পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে পৌঁছেছে। এর আগে রাজধানীর মৎস্য ভবন থেকে সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেয়।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত র্যালি থেকে বাংলাদেশে নিরাপদে ভ্রমণের আহ্বান জানানো হচ্ছে।

র্যালিতে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির উপস্থিত রয়েছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকেও একটি দল অংশ নিয়েছে।

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রতিবছরই এ ধরনের র্যালির আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।