ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

পর্যটন

পর্যটন দিবসে ঢাবিতে ট্যুরিজম বিভাগের র‌্যালি

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
পর্যটন দিবসে ঢাবিতে ট্যুরিজম বিভাগের র‌্যালি

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘সবার জন্য পর্যটন: সর্বজনীন পর্যটনের অভিগম্যতা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে র‌্যালি হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে ৠালির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দীন, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকের আহমেদ, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়া প্রমুখ।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য, টিএসসি হয়ে শেষ হয়। এতে বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এদিকে দিবসটি উপলক্ষে বিশবিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসিতে) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।