ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

পর্যটন

বে-হিলস হোটেলের স্যুইট কিনলেই এলিয়ন গাড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
বে-হিলস হোটেলের স্যুইট কিনলেই এলিয়ন গাড়ি ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইসিসিবি থেকে: এ‌শিয়ান ট্যু‌রিজম ফেয়ারে গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের 'বে হিলস হোটেল' দি‌চ্ছে গাড়ি অফার। চারতারকা মা‌নের এ‌ হো‌টে‌লের স্যুইট কিন‌লেই থাক‌ছে এক‌টি টয়োটা এ‌লিয়ন গাড়ি।

এছাড়াও থাক‌ছে স্মার্ট টি‌ভি ও থাইল্যান্ড/মালদ্বীপ ভ্রম‌ণের সু‌যোগ।

শনিবার (১ অক্টোবর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চলছে শেষ দিন।
কক্সবাজার সমুদ্র সৈক‌তের হিমছ‌ড়ি‌তে চারতারকা মা‌নের আধু‌নিক সু‌যোগ-সু‌বিধা সম্ব‌লিত বে-‌হিলস হো‌টেল দি‌চ্ছে হো‌টেল মা‌লিকানাসহ ব্যবসায়িক অংশীদা‌রি‌ত্বের সু‌যোগ।

কক্সবাজার হিমছড়ি মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত বে-হিলস হোটেল। দশতলা বিশিষ্ট চারতারকা মানের এ হোটেলটির ইতোমধ্যে সাততলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।

‌হো‌টেল‌টিতে যেসব সু‌যোগ-সু‌বিধা পা‌বেন:
‌বে-‌হিলস হো‌টে‌লে র‌য়ে‌ছে ইনফিনিটি পুল, ব্যক্তিগত বিচ। এছাড়া বিচেই ডাইনিংয়ের ব্যবস্থা। একমাত্র বিচ লাই‌ব্রে‌রিও থাক‌ছে এ হো‌টে‌লে। থাক‌ছে ফুট ম্যাসাজ অন দ্য বিচ, এক্সক্লুসিভ বিচ স্পট, বারবিকিউ অ্যান্ড সি-ফুড কর্নার, ব্যায়কুয়েকট হল, ফ্রি ওয়াই-ফাই, গেম জোন।
এছাড়া মাল্টিক্যাসিনো ইন্টারন্যাশনার রেস্টুরেন্ট থাক‌ছে বে-হিলস  হো‌টে‌লে।

এক্সিম ব্যাংকের পরিচালক, নাসা গ্রুপের উপদেষ্টা, আফসার গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নুরুল আফসার দীর্ঘ ৫০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে পর্যটন সেক্টরকে বিকশিত করতে হিমছড়িতে বে-হিলস হোটেল তৈরি করছেন। তার সফল ব্যবসায়িক ক্যা‌রিয়া‌রে আরও এক‌টি সফলতার স্বপ্ন দেখ‌ছেন বে-‌হিলস হো‌টেল নির্মা‌ণের মাধ্য‌মে।

এ‌শিয়ান ট্যু‌রিজম ফেয়ারে বে-‌হিলস হো‌টেল দি‌চ্ছে ১০৫০ বর্গফুটের একটি স্যুইটের সঙ্গে টয়োটা এলিয়ন গাড়ি ফ্রি। এছাড়া ৪৫০ বর্গফুটেও থাকছে গাড়ি পাওয়ার সুযোগ। ৩৯০ বর্গফুটের স্যুইট কিনলেই ৫০ ইঞ্চির স্মার্ট টিভি। ৩১০ বর্গফুটের স্যুইট কিনলেই থাইল্যান্ড/মালদ্বীপ ভ্রমণ একদম ফ্রি।

বে-হিলস হোটেলের সহকারী মহাব্যবস্থাপক রাফায়াতুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা শুধু ফেয়ার উপল‌ক্ষে এ অফারগু‌লো দি‌চ্ছি। এ অফার কিন‌লে যে শুধু হো‌টেল মা‌লিকানা পা‌বে তাই নয়, ব্যবসায়িক অংশদা‌রি‌ত্বের সু‌যোগও পা‌বেন।

বে-হিলস হোটেলটি হিমছড়ির মনোরম পরিবেশকে আরও বিকশিত করবে ব‌লে আশা ক‌রেন রাফায়াতুল ইসলাম।

**শেষ দিনে জমে উঠেছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এসএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।