ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

পর্যটন

বছরজুড়ে দেশ ঘুরে: পাহাড়ে বাংলানিউজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
বছরজুড়ে দেশ ঘুরে: পাহাড়ে বাংলানিউজ ছবি: বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বছর জুড়ে দেশঘুরে এই কর্মসূচির আওতায় এবার বাংলানিউজের সবচেয়ে বড় টিম কাজ করছে। গন্তব্য তিন পার্বত্য জেলা।

সেখানকার পাহাড়ের ভাঁজে ভাঁজে যে সৌন্দর্য্য ছড়িয়ে রয়েছে, পর্যটনের সম্ভাবনা যেখানে রয়েছে সেগুলো খুঁজে খুঁজে তুলে ধরবেন বাংলানিউজের কর্মীরা।

রিপোর্টিং, নিউজরুম ও ফটো বিভাগের কর্মীদের সমন্বয়ে ১৪ সদস্যের টিম এরই মধ্যে তাদের গন্তব্যে পৌঁছে গেছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে তাদের রিপোর্টিং। এর আগে বুধবার রাতের বাসযোগে  ঢাকা থেকে খাগড়াছড়ি গেছেন সিনিয়র করেসপন্ডেন্ট ইসমাইল হোসেন ও অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর শামীম হোসেন। রাতেই ট্রেনযোগে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে যান অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর মাহবুব আলম ও হুসাইন আজাদ, সিনিয়র নিউজরুম এডিটর সোহেলুর রহমান এই টিমে সিলেট থেকে যোগ দিয়েছেন স্টাফ ফটো করেসপন্ডেন্ট আবু বক্কর।

এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে প্লেনে চট্টগ্রাম পৌঁছান সিনিয়র অাউটপুট এডিটর জাকারিয়া মন্ডল, চিফ অব করেসপন্ডেন্ট ও স্পেশাল করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট মবিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর আসিফ আজিজ ও জনি সাহা, সিনিয়র করেসপন্ডেন্ট আসাদ জামান ও শাহজাহান মোল্লা এবং সিনিয়র ফটো করেসপন্ডেন্ট দেলোয়ার হোসেন বাদল। এর বাইরে চট্টগ্রাম ব্যুরো অফিস থেকে দলে যোগ দিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আল রহমান ও সিনিয়র ফটো করেসপন্ডেন্ট সোহেল সারওয়ার।

সব মিলিয়ে ১৪ সদস্যের এই বৃহৎ সংবাদকর্মীবাহিনী মোট তিনটি দলে বিভক্ত হয়ে বৃহস্পতিবার সকাল থেকেই তাদের কাজ শুরু করেছেন। ২০ অক্টোবর পর্যন্ত তারা তিনটি পার্বত্য জেলায় কাজ করবেন।

পাহাড়ের সৌন্দর্যের কথা নতুন করে জানতে, সেখানকার দৃশ্যপটগুলো নতুন করে চিনতে বাংলানিউজের পাতায় থাকুন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।