ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

পর্যটন

থানচির পর্যটন তরুণদেরই আকৃষ্ট করে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
থানচির পর্যটন তরুণদেরই আকৃষ্ট করে ছবি: আবু বক্কর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

থানচি থেকে: দুর্গম এলাকায় আলোচিত পর্যটন স্পট নাফাকুম, রেমাক্রিতে তরুণ পর্যটকরাই বেশি আসেন বলে জানিয়েছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার ভূঁইয়া।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নাফাকুম, রেমাক্রি, তিন্দু, বড় পাথর দেখতে আসেন অনেকে।

তবে এসব স্পট অতি দুর্গম এলাকায় হওয়ায় বয়স্ক বিশেষ করে চল্লিশের বেশি বয়সী লেকজন যেতে পারেন না। তরুণরাই বেশি আসেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) থানচি থানায় নিজ কার্যালয়ে বসে এসব কথা বলেন তিনি।

ওসি আবদুস সাত্তার ভূঁইয়া বলেন, ছুটির দিনগুলোতে খুব বেশি পর্যটক আসেন। এরমধ্যে বিশ্ববিদ্যালয়-কলেজে পড়ছে কিংবা সদ্য পড়াশোনা শেষ করছে যারা তারাই বেশি আসে।

‘থানচি ঘাট থেকে নৌকায় করে সা্ঙ্গু দিয়ে উজানে যেতে হয়। এ ভ্রমণে তাদের সঙ্গে একজন নিবন্ধিত গাইড থাকেন। যিনি সব কিছু চিনিয়ে নিয়ে যান পর্যটকদের। ’

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, রেমাক্রি, তিন্দু এলাকায় যাওয়ার পর নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তাই স্থানীয় প্রশাসনের নিবন্ধিত গাইডদের মাধ্যমে পর্যটকদের সেখানে পাঠানো হয়।

‘তবে সেখানে যাওয়ার আগে গাইডসহ পর্যটকদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থানায় জমা রাখা হয়। আর ফেরত আসার পর গাইড তাদের আসার বিষয়টি নিশ্চিত করে। ’ওসি বলেন, ওখানে গাইড যদি পর্যটকদের সঙ্গে কোনো বাজে আচরণ করে, বিষয়টি যদি আমাদের অবহিত করা হলে তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

পযর্টক সমাগমের বিষয়ে তিনি বলেন, ঈদ-পূজা কিংবা অন্যান্য ছুটিতে লোকজন বেশি অাসেন। গত ছুটিতে একদিন ৪৩৪ জন পযটককে পাঠিয়েছি। নাফাকুম, কুমারী ঝরনা ছাড়াও সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণটাও উপভোগ করেন তারা।

আইন শৃংখলা প্রসঙ্গ নিয়ে ওসি জানান, এ বছর মাত্র ছয়টি মামলা দায়ের হয়েছে। এখানকার মানুষ বেশ শান্তিপ্রিয়।

যোগাযোগ বিষয়ে ওসি সাত্তার বলেন, থানচি পযর্ন্ত মোবাইল  নেটওয়াক আছে। এই এলাকায় মাত্র দুটি মোবাইল অপারেটরের নেটওয়ার্ক সচল আছে। কিন্তু দুর্গম এলাকায় যোগাযোগ ব্যহত হয়।

কোনো জরুরি প্রয়োজনে বিজিবি'র সংগে সমন্বয় করে কাজ করা হয় বলে জানালেন ওসি।

আলাপচারিতায় ট্যুরিস্টদের নিরাপত্তায় নেওয়া পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন ওসি সাত্তার।

'থানায় লোকবলেরও কিছু সংকট রয়েছে। যানবাহন বলতে আছে দুটি মোটর সাইকেল। কোনো ভ্যান নেই। তবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রী একটি গাড়ি দেওয়ার আশ্বাস দিয়েছেন। '

পাহাড়ি দুর্গম এলাকার এ থানায় পাহাড়ি জনপদ থানচি ঝরনা, নদী আর পাহাড়ের সৌন্দর্য যে কাউকে বিমোহিত করে। পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে উপর থেকে নেমে আসা আকা-বাকা সাঙ্গু নদীও।

আরও পড়ুন-

** 'ঝুলছে' থানচির ঝুলন্ত সেতু
** থানচিতে সম্প্রীতির মেলবন্দন 
** পাহাড় সঙ্গমে মৎস্যে ভরপুর রূপসী কাট্টলী
** খাবারের দামটাই যা বেশি তূর্ণা নিশিথায়
** পাহাড় থেকে বাজারে নেমে গেছে ‘ভাগের মা’ সড়কটি
** ফলদ-বনজে বিমুগ্ধ ফ্রুটস ভ্যালি
** আঁকা-বাঁকা পাহাড়ি পথে
** সুন্দর ঝরনার দুঃখ

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এমএ/এমঅাইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।