ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পর্যটন

বিডি ইনবাউন্ড নির্বাচনে রুপসী বাংলা ঐক্য পরিষদ জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুন ৯, ২০১৭
বিডি ইনবাউন্ড নির্বাচনে রুপসী বাংলা ঐক্য পরিষদ জয়ী বিডি ইনবাউন্ড নির্বাচনে রুপসী বাংলা ঐক্য পরিষদ জয়ী-ছবি-বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৭-২০১৯) রুপসী বাংলা ঐক্য পরিষদ জয়ী হয়েছে। 

সম্প্রতি রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  

নির্বাচনে প্যানেল লিডার রেজাউল একরামের রুপসী বাংলা ঐক্য পরিষদের ১৯ প্রার্থীর মধ্যে ১৮ জনই পরিচালক পদে জয়ী হয়েছেন।

 

গত ৭ জুন রাজধানীর এক হোটেলে পোর্ট ফোলিও নির্বাচনের মাধ্যমে নাট্যব্যক্তিত্ব ও পর্যটনবিদ রেজাউল একরাম বিডি ইনবাউন্ডের প্রেসিডেন্ট, সেনচুরি ট্রাভেল সার্ভিস লিমিটেডের এম জি আর নাসির মজুমদার প্রথম ভাইস-প্রেসিডেন্ট, সিল্ক সিটি ট্যুর অ্যান্ড ট্রাভেলের সদরুল ইসলাম ভাইস-প্রেসিডেন্ট, ইউরো বাংলা ট্যুরের মোহাম্মাদ জাকির হোসেন অর্থ পরিচালক,  ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মিন্টু রন্ত পাবলিক রিলেশন পরিচালক, চিজ রাজ্জাক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আ. রাজ্জাক লিগ্যাল পরিচালক, বিডি ট্যুরস লিমিটেডের জামান খান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরিচালক, মহাকাল মিডিয়া অ্যান্ড ট্যুরিজমের রাকিব হোসেন মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স পরিচালক, এ ওয়ান ট্যুরস অ্যান্ড  ট্রাভেলসের আলমগীর হোসেন ইভেন্ট পরিচালক, এ ওয়ান ট্যুর সলিউশনের সৈয়দ মোহাম্মাদ ইমতিয়াজ কালচারাল অ্যাফেয়ার্স পরিচালক, গ্লোবাল ট্যুরিজমের জাকির হোসেন খান ট্রেনিং অ্যান্ড রিসার্স পরিচালক, ট্যুরিজম উইনডোর মনিরুজ্জামান মাসুম ট্যুর প্ল্যানার পরিচালক, বেলি হোলিডেজের আব্দুল ওয়াহেদ হসপিটালিটি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।  

এছাড়াও আরও ৬ পরিচালক পোর্ট ফোলিও অনুযায়ী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ৬ নন ডেজিগনেশন পরিচালক হলেন-দাওয়াত হলিডেজ লিমিটেডের জিয়াউল আহসান, লিংক আপ ট্যুরস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের মো. আতাউর রহমান, এস ট্যুরিজমের সৈয়দ তানভির আহমেদ, এ ওয়ান ট্যুরিজমের মো. সাইফুল ইসলাম, এটিএন ট্রাভেলের আজহারুল ইসলাম ও আইকন ট্রাভেল অ্যান্ড ট্যুরসের মো. আসাদুজ্জামান খান অভি।  

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওশান প্যারাডাইসের নুরুল করিম ও ডলফিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ইকবাল হোসেন অ্যাসোসিয়েট পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।