ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

পর্যটন

লোকসানে জর্জরিত রাঙামাটির পর্যটন শিল্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
লোকসানে জর্জরিত রাঙামাটির পর্যটন শিল্প লোকসানে জর্জরিত রাঙামাটির পর্যটন শিল্প-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: ঈদের ছুটিতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্লান্তি দূর করতে পাহাড় কন্যা রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন ভ্রমণ পিপাসু পর্যটকরা।  আর তারা ঘুরে বেড়ান বিভিন্ন পর্যটন স্পটগুলোতে।

স্পটগুলোর মধ্যে রয়েছে- ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, রাজ বন বিহার, জেলা প্রশাসনের বাংলো, চাকমা রাজবাড়ী, রাজ বন বিহার, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি সৌধ, বালুখালী কৃষি খামার, টুক টুক ইকোভিলেজ।

কিন্তু এবার পাহাড়ের চিত্র ভিন্ন।

সম্প্রতি ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ঈদের ছুটিতে রাঙামাটির পর্যটন স্পটগুলোতে দেখা দিয়েছে পর্যটক শূন্যতা। ফলে ঈদের পর থেকে রাঙামাটিতে পর্যটন শিল্পে লোকসান গুণতে হচ্ছে। হোটেলগুলোতে নেই কোনো পর্যটক। পর্যটন ব্যবসায় জড়িত আদিবাসীদের বিপনী বিতানগুলোতে পর্যটক নেই বলে হচ্ছে না কোনো বেচাকেনা। অলস সময় কাটাচ্ছেন কয়েশ’ বোট চালক। ফলে এবার পর্যটন ব্যবসায় লোকসান গুণতে হচ্ছে পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টদের।

হোটেল গ্রিন ক্যাসেলের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ সিদ্দিক বাংলানিউজকে জানান, এবার ঈদ উপলক্ষে প্রত্যেকটি হোটেল নতুন আঙিকে সাজানো হয়েছিলো পর্যটকদের বরণ করতে। কিন্তু গেল ১৩ জুন প্রবল ভূমি ধসের ফলে হোটেলের বুকিং বাতিল করেছে পর্যটকরা। ফলে কোনো হোটেলে পর্যটক নেই বললেই চলে। তাতে প্রত্যেকটি হোটেলের কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। তিনি আরও বলেন, এখন কর্মচারীদের বেতন দিতে হিমসিম খেতে হচ্ছে।

রাঙামাটির পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বাংলানিউজকে জানান, গত বছর ঈদের পরের দিন থেকে প্রতিদিন রাঙ্গামাটিতে পর্যটকদের আগমন ঘটে ১০-১২ হাজার। কিন্তু এ বছর অর্জিত লক্ষ্য পূরণ হবে না।
লোকসানে জর্জরিত রাঙামাটির পর্যটন শিল্প-ছবি: বাংলানিউজএ বিষয়ে বয়ন টেক্সটাইলের মালিক জহির বাংলানিউজকে জানান, প্রতিবছর ঈদের মৌসুমে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকার আদিবাসী তাঁতের কাপড় বিক্রি হয়। কিন্তু এ বছর পর্যটক না আসায় বেচাকেনা নেই বললেই চলে।

এদিকে, পর্যটন নৌঘাট ম্যানেজার রমজান আলী বাংলানিউজকে জানান, পর্যটক না থাকায় তিনশোর অধিক বোট চালক বেকার বসে আছে। তিনি বলেন, এ পেশা ছেড়ে অনেকে অন্য পেশার দিকে ধাবিত হওয়ার কথা জানিয়েছে।

চলতি বছরের ১৩ জুন ভারী বর্ষণে রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা, মুসলিম পাড়া, শিমুলতলী এলাকা, সাপছড়ি, মগবান, বালুখালী, জুরাছড়ি, কাপ্তাই, কাউখালী ও বিলাইছড়ি এলাকায় পাঁচ সেনা সদস্যসহ শতাধিক জনের মৃত্যু হয়। এতে শত শত ঘর-বাড়ি এবং রাঙামাটি-চট্টগ্রাম সড়ক বিধস্ত হয়ে পড়ে।
 
বর্তমানে রাঙামাটি প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে উঠার চেষ্টা করছে। তাই নিরাপদে পর্যটকরা পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে এটাই এখন সবার প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।