ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

সুইমিং পুলে স্মার্টফোন মানা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
সুইমিং পুলে স্মার্টফোন মানা! বালির আয়ানা রিসোর্ট অ্যান্ড স্পা

হোটেল বা রিসোর্টে আসা অতিথিদের তোলা ছবি দিয়ে ভালো ব্র্যান্ডিং হয় প্রতিষ্ঠানগুলোর। কিন্ত গতানুগতিক ধারার বাইরে গিয়ে রিসোর্টে স্মার্টফোন নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার বালির একটি রিসোর্ট। বিশেষ করে সুইমিং পুলের আশপাশে স্মার্টফোনসহ কোনো ধরনের ইলেকট্রিক যন্ত্রই নেওয়া যাবে না। 

বালির আয়ানা রিসোর্ট অ্যান্ড স্পা তাদের অতিথিদের জন্য ‘ইন দ্য মোমেন্ট’ নামের এক কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির আওতায় অতিথিদের রিসোর্টের সুইমিং পুলে স্মার্টফোন না আনার অনুরোধ করা হচ্ছে।

সুইমিং পুলের পাশাপাশি রিসোর্টে অবস্থানকালের পুরোটা সময়ই অতিথিদের মোবাইল ব্যবহার না করারও পরামর্শ দিচ্ছে রিসোর্টটি।  

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুইমিং পুল এবং এর আশপাশে স্মার্টফোনসহ আইপড, ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে ট্যাবের মতো ডিভাইস কিছুই নিয়ে আসতে পারবেন না অতিথিরা। তারা চাইলে এসব ডিভাইসে রিসোর্টের লকারে নিরাপদে জমা রাখতে পারেন।  

এমন এই উদ্যোগ সম্পর্কে সিএনএন ট্রাভেলকে রিসোর্টটির পক্ষ থেকে বলা হয়, আমরা অতিথিদের এমন কিছু মুহূর্ত দিতে চাই যে সময়ে নিজেদের অবকাশ তারা এখানে উপভোগ করবেন। এখানে অবস্থানকালের সময়টা তারা আনন্দ করেই কাটাবেন।  

অতিথিদের সময় কাটাতে অযান্ত্রিক কিছু বিনোদনের ব্যবস্থা রেখেছে রিসোর্ট কর্তৃপক্ষ। যেমন কার্ড খেলা, লুডু খেলা ও দাবা খেলার জন্য আছে চুম্বকীয় বোর্ড। এছাড়াও বই বা ম্যাগাজিন পড়ার পাশাপাশি আছে সূর্যস্নানের সুবিধাও।  

সাম্প্রতিক সময়ে বিপণন প্রতিষ্ঠান ওয়ান পোল প্রকাশিত এক সমীক্ষায় দেখা যায়, প্রায় ৫৩ শতাংশ মার্কিন পর্যটক ভ্রমণের সময়ও মোবাইল ফোন ব্যবহার করেন। ২০ শতাংশ পর্যটক প্রতি ঘণ্টায় অন্তত একবার মোবাইল ব্যবহার করেন। আর অন্তত ১৮ শতাংশ পর্যটক ব্যবহার করেন প্রতি ঘণ্টায় দু’বার।  

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এসএইচএস/এএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।