ঢাকার আমিনবাজার ব্রিজ থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রিসোর্টটিতে ঈদের দিন সকালেই থাকছে কয়েক পদের সেমাই ও পায়েস। এছাড়া সকালের নাস্তায় থাকছে দেশি ও বিদেশি খাবার।
রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, যারা এবার ঢাকায় ঈদ উদযাপন করছেন তাদের বিষয়টি বিবেচনায় নিয়েই ঈদ আয়োজনের নানান উপাদান রাখা হয়েছে রিসোর্টটিতে। যারা গ্রামের বাড়িতে যেতে পারেননি অথবা যারা ঢাকায়ই স্থায়ীভাবে বসবাস করে আসছেন, তাদের একটি ঘরোয়া আয়োজনের স্বাদ দেওয়ার প্রচেষ্টা থাকবে রিসোর্টের পক্ষ থেকে।

সব অতিথি রিসোর্টে ছুটির দিনগুলোতে দারুণ কিছু সময় উপভোগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন শাহ মেরিন রিসোর্টের এই কর্ণধার। তিনি বলেন, আমাদের ঢাকাবাসীদের একটি কঠিন বাস্তবতা আছে আর সেটি হচ্ছে, একে অপরের সঙ্গে সামাজিক দূরত্ব বেড়ে যাওয়া। ফ্ল্যাট বাসাগুলোতে একই ভবনে অনেক পরিবার দীর্ঘদিন থাকলেও অনেকেই আছেন যারা একে অপরের সঙ্গে কোনোদিন কথাও বলেননি। ঈদের সময়ে এই মানুষগুলো খুব দলছুট অবস্থায় থাকেন। আবার কোথাও ঘুরতে গেলে সড়কের জ্যাম, সময় এবং দূরত্ব বিবেচনায় রাখতে হয়। আমাদের আয়োজনটি রিসোর্টে আসা অতিথিদের সবার জন্য। ঢাকা থেকে খুবই কাছে, কোলাহলমুক্ত এবং সম্পূর্ণ প্রকৃতির মাঝে আমাদের রিসোর্টটি। তাই সবাই মিলিয়ে অতিথিদের সুন্দর কিছু সময় কাটবে এবং দারুণ কিছু মুহূর্তের স্মৃতি নিয়ে তারা বাসায় ফিরবেন বলে আমাদের প্রত্যাশা।
সাধারণ সময়ে ফ্রি গাড়ি পার্কিং এবং শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) রুমসহ একদিনের জন্য রিসোর্টের এসব আয়োজনে অংশ নিতে একেকজনের খরচ হয় তিন হাজার টাকা। তবে ঈদ উপলক্ষে রিসোর্টের পক্ষ থেকে দেওয়া ১৫ শতাংশ মূল্যছাড়ে প্রতিজনের জন্য খরচ হবে দুই হাজার ৫৫০টাকা।
এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে শাহ মেরিন রিসোর্টের ফেসবুক পেইজে- https://www.facebook.com/smrresort/
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
এসএইচএস/এইচএ/