মঙ্গলবার (২৩ জুলাই) বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১১২টি হজ ফ্লাইটে ৪১ হাজার ২৬৪ জন হজ যাত্রী সৌদি আরবে গেছেন।
দু’মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ৩৬৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। যার মধ্যে ৩০৪টি ডেডিকেটেড ও ৬১টি শিডিউল ফ্লাইট। পোস্ট হজে ১৪৭টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ থেকে মদিনা ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, এবার কোনো ফ্লাইটই দেরি করছে না। সময়মতো ছেড়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হজযাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
গত ৪ জুলাই থেকে ২০১৯ সালের হজ ফ্লাইট শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
টিএম/এএ