ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

পর্যটন

বাগেরহাটে পর্যটন দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বাগেরহাটে পর্যটন দিবস পালিত

বাগেরহাট: ‘ভবিষাতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি মোটর শোভাযাত্রা বের হয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  

জেলা প্রশাসক মামুনুর রশীদের নেতৃত্বে শোভাযাত্রায় বাগেরহাট চার আসনের সংসদ সদস্য ডা. মোজ্জাম্মেল হোসেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিন হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ তানজিল্লুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

শতাধিক মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহনের সমন্বয়ে এ শোভাযাত্রা হয়। পরে ষাটগম্বুজ মসজিদের পশ্চিমপাশে ঘোড়া দিঘীর পাড়ে পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, জেলায় বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে। ঐতিহাসিক ষাটগম্বুজ ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন বিশ ঐতিহ্যের অংশ হিসেবে নির্বাচিত। অপার সম্ভবনাময় এ দর্শনীয় স্থানগুলো দেখতে বছরের অধিকাংশ সময় দেশি-বিদেশি পর্যটকরা এখানে ভিড় করেন। এই দর্শনীয় স্থানে যতবেশি পর্যটক আসবে তত আমাদের অর্থনীতি সচল হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা,  সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।