ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

পর্যটন

টোয়াবের নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
টোয়াবের নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম জয়ী টোয়াবের নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম জয়ী। ছবি: বাংলানিউজ

ঢাকা: পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে একটি ছাড়া সবক’টি পদে জয়ী হয়েছে কনশাস রিলায়েন্স ফোরাম। 

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন। ফলে টোয়াবের সভাপতি নির্বাচিত হতে চলছেন এ প্যানেলের নেতা স্ট্রেইটওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফিউজ্জামান।

 

এদিকে, তৌফিক রহমানের নেতৃত্বে ‘প্রজন্ম পরিষদ’ থেকে জয়ী হয়েছেন সৈয়দ সাফাত উদ্দীন আহমেদ তমাল।  

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের বিএডিসি অডিটরিয়ামের সেচ ভবনে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত। এতে মোট ভোটার সংখ্যা ৪০৭ জন। এর মধ্যে ৩৯১ জন সাধারণ ভোটার ও ১৬ জন সহযোগী ভোটার ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হেলাল উদ্দীন। এছাড়া সদস্য হিসেবে ছিলেন মো. ইসহাকুল হোসেন সুইট এবং মো. আমজাদ হোসেন।  

রোববার (২৪ নভেম্বর) বাকি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টোয়াবের বর্তমান কমিটির প্রথম সহ-সভাপতি মো. রাফিউজ্জামান এ সংগঠনের হাল ধরবেন। তার নেতৃত্বে প্যানেলের অন্য যারা জয়ী হয়েছেন তারা হলেন- মো. মনিরুজ্জামান মাসুম, শিবলুল আযম কোরেশী, আবুল কালাম আজাদ, মো. সোহানুর রহমান স্বপন, মো. জালাল উদ্দীন, মো. আনোয়ার হোসেন,  মো. শাহেদ উল্লাহ, সৈয়দ তানভির আহমেদ, মো. এ রউফ, মো. মনসুর আলম পারভেজ, মো. হানিফ। এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপ থেকে জয়ী হয়েছেন মো. সজিবুল আল রাজিব।

প্রতিক্রিয়া জানতে চাইলে টোয়াবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. রাফিউজ্জামান বলেন, আমরা পর্যটন খাতকে নতুন উচ্চতায় নেওয়ার মাধ্যমে মূল্যবান ভোটের প্রতিদান দেবো।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।