ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

পর্যটন

ঢাকায় ফ্লাইট বাড়ালো টার্কিশ এয়ারলাইন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
ঢাকায় ফ্লাইট বাড়ালো টার্কিশ এয়ারলাইন্স

ঢাকা: সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে ঢাকা-ইস্তানবুল-ঢাকা রুটে আরও একটি ফ্লাইট বাড়াচ্ছে টার্কিশ এয়ারলাইন্স।

রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

 

করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার প্রায় সাড়ে তিন মাসের বেশি সময় পর গত ১৭ জুলাই ঢাকা-ইস্তানবুল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে টার্কিশ এয়ারলাইন্স। তখন থেকে সপ্তাহের রোববার, মঙ্গলবার ও শুক্রবারে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছে সংস্থাটি। দেড় মাস পর ৭ সেপ্টেম্বর থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে টার্কিশ এয়ারলাইন্স। এখন থেকে সপ্তাহের প্রতি রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

ঢাকায় তার্কিশ এয়ারলাইনসের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরী বাংলানিউজকে বলেন, সোমবার থেকে আমরা এ রুটে চারটি ফ্লাইট পরিচালনা করবো।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।