ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

শিগগিরই বাংলাদেশ-ভারত এয়ার বাবল চুক্তি হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
শিগগিরই বাংলাদেশ-ভারত এয়ার বাবল চুক্তি হচ্ছে লোগো

ঢাকা: করোনা ভাইরাস মহামারিতে বন্ধ হওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফ্লাইট চালু করতে শিগগিরই এয়ার বাবল চুক্তি হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেবিচক সূত্র এ তথ্য জানায়।

এ চুক্তির অধীনে শিগগিরই বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল শুরু হবে। চুক্তির অধীনে নির্দিষ্ট শর্তে সমান সংখ্যক যাত্রী দুই দেশে প্লেনে যাতায়াত করতে পারবেন।

তবে যাত্রীরা ভারত ও বাংলাদেশ ভ্রমণ করতে পারলেও তৃতীয় কোনো দেশে যেতে পারবেন না। এ ব্যবস্থায় যে যাত্রী বাংলাদেশে আসবেন তিনি শুধু বাংলাদেশেই থাকবেন। আর যিনি ভারতে যাবেন তিনি শুধু ভারতেই থাকবেন।

কূটনীতিকদের পাশাপাশি প্রাথমিকভাবে ব্যবসায়ী ও রোগী— এ দুই ক্যাটাগরির যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবেন।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বাংলানিউজকে বলেন, ‘এয়ার বাবল চুক্তি বাস্তবায়ন করার কাজ চলছে। আশা করি, শিগগিরই এ চুক্তি সম্পন্ন হবে। ’

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।