ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পর্যটন

বিদেশি পর্যটকরাও আসছেন পানামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
বিদেশি পর্যটকরাও আসছেন পানামে পানাম নগরে পরিদর্শনে আসছেন বিদেশিরাও -বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরের নানা স্থাপত্য ঘুরে দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন। তাদের কাছে পানামের ইতিহাস তুলে ধরা ও ঘুরিয়ে দেখানোর পাশাপাশি নিরাপত্তা দিতে দেখা গেছে ট্যুরিস্ট পুলিশকে।

মঙ্গলবার (১২ জুলাই) দেখা যায় চীনা নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা আসেন পানাম নগর দেখতে। এসময় বিভিন্ন পুরাতন ভবন ঘুরে দেখে এখানের অজানা ইতিহাস সম্পর্কে নানা বিষয় জানেন তারা। তাদেরকে সার্বক্ষণিক পাশে থেকে গাইড করেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।

জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, বিদেশি যারা এসেছিলেন আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করেছি। এখানকার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জেনেছেন তারা। এছাড়াও আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তায়ও আমরা সার্বক্ষণিক কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।