ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

কাপ্তাই হ্রদে শব্দদূষণ রোধে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
কাপ্তাই হ্রদে শব্দদূষণ রোধে অভিযান কাপ্তাই হ্রদে শব্দদূষণ রোধে অভিযান।

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে শব্দদূষণ রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (০৭ জানুয়ারি) বিকেলে হ্রদের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু  বলেন, কাপ্তাই হ্রদে সম্প্রতি শব্দদূষণ মারাত্বক আকার ধারণ করেছে। জেলা প্রশাসকের নির্দেশে শুক্রবার কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বোটে থাকা সাউন্ড সিষ্টেম বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংযোগ বিছিন্ন করা হয়েছে।

পাশাপাশি তাদের শব্দ দূষণ সম্পর্কে সচেতন করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযানে আরও কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে।

অভিযানে পুলিশের সদস্য এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।