ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার নবনির্বাচিত বিধায়কের শপথ ২৯ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ত্রিপুরার নবনির্বাচিত বিধায়কের শপথ ২৯ নভেম্বর .

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ৪ নম্বর বড়জলা ও ২৫ নম্বর খোয়াই বিধানসভার নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ ২৯ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। তারা হলেন- ঝুমু সরকার ও বিশ্বজিৎ দত্ত।

আগরতলা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ৪ নম্বর বড়জলা ও ২৫ নম্বর খোয়াই বিধানসভার নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ ২৯ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। তারা হলেন- ঝুমু সরকার ও বিশ্বজিৎ দত্ত।

শনিবার (২৬ নভেম্বর) ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওইদিন রাজ্যে বিধানসভার লবিতে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত দুই বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসসিএন/জিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।