ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আগরতলা

কাস্ত্রোর মৃত্যুতে ত্রিপুরায় সিপিআএম’র পতাকা অর্ধনমিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
কাস্ত্রোর মৃত্যুতে ত্রিপুরায় সিপিআএম’র পতাকা অর্ধনমিত

আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, কিউবায় সমাজতন্ত্রের রূপকার ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি গভীর শোক প্রকাশ করেছে।

আগরতলা: আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, কিউবায় সমাজতন্ত্রের রূপকার ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি গভীর শোক প্রকাশ করেছে।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার (২৬ নভেম্বর) থেকে রাজ্যের প্রতিটি এলাকায় সিপিআইএম দলের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

তিনদিন পতাকা অর্ধনমিত তাকবে।

পাশাপাশি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন রাজ্যের সর্বত্র মৌনতা পালন করা হয়।

সন্ধ্যায় সিপিআইএমের ত্রিপুরা রাজ্য কমিটির তরফে এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসসিএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।