ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

দক্ষিণ জেলার কৃষির উন্নয়নে বিভিন্ন প্রকল্প গৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
দক্ষিণ জেলার কৃষির উন্নয়নে বিভিন্ন প্রকল্প গৃহীত মাঠে কাজে ব্যস্ত কৃষক

আগরতলা: ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমুখি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কৃষির সঙ্গে সংযুক্ত মানুষের সহযোগিতায় নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা।

পরিকল্পনার বিষয়ে জানা যায়, জেলার সাড়াসীমা, উত্তর ভারতচন্দ্র নগর, চোত্তাখলা ও ইন্দিরা নগরে ডিপটিউবওয়েল বসানো হবে। প্রতিটি টিউবওয়েল থেকে প্রায় ২০ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে।

পাশাপাশি লাউগাং ও পশ্চিম চরকবাই এলাকার পুরাতন ডিপটিউবওয়েলগুলো মেরামত করা হবে।

৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ১৬ দশমিক ৪ মেট্রিক টন আলু বীজ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে। চলতি রবি মৌসুমে উচ্চ ফলনশীল ধান ৮ হাজার ৯শ’ ২৭ হেক্টর, সংকর জাতীয় ধান ৮৬ হেক্টর, গম ১শ’ হেক্টর, ভুট্টা ৫শ’ ৬০ হেক্টর, ডাল ২ হাজার ৫শ’ ৫৩ হেক্টর, তৈল বীজ ১ হাজার ৪শ’ ৯৩ হেক্টর চাষের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।

সেইসঙ্গে চলতি অর্থবছরে ভর্তুকির মাধ্যমে ১শ’ ৮২টি পাওয়ারটিলার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।