ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

২০১৬ সালে ত্রিপুরায় অপরাধ কমেছে গড়ে ২১ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
২০১৬ সালে ত্রিপুরায় অপরাধ কমেছে গড়ে ২১ শতাংশ সংবাদ সম্মেলনে ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজি) কে নাগরাজ

আগরতলা: ২০১৪-১৫ সালের তুলনায় ২০১৬ সালে রাজ্যে গড়ে বিভিন্ন ধরনের অপরাধ ২১ শতাংশ কমেছে বলে দাবি করেছেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজি) কে নাগরাজ।

বুধবার (০৪ জানুয়ারি) আগরতলায় ত্রিপুরা পুলিশের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এসময় দাবির স্বপক্ষে লিখিত কাগজপত্র তুলে দেন সাংবাদিকদের হাতে।

তিনি জানান, রাজ্যে বিভিন্ন অপরাধ কমেছে গড়ে ১৬ শতাংশ, নারী সংক্রান্ত অপরাধ কমেছে ২১ শতাংশ, ট্রাফিক দুর্ঘটনা কমেছে ১৪ শতাংশ, সম্পত্তি সংক্রান্ত অপরাধের ঘটনা কমেছে ১৭.৫ শতাংশ। সবদিক দিয়ে রাজ্য পুলিশ সাফল্য পেয়েছে।

কে নাগরাজ জানান, মানুষকে সচেতন করতে ত্রিপুরা পুলিশ নিয়মিত কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নিজে অপরাধের স্বীকার না হয়ে কিভাবে অপরাধের বিরুদ্ধে সরব হওয়া যায় সে আহ্বান জানান পুলিশের এ মহানির্দেশক।

সম্মেলনে ডিজি ছাড়াও পুলিশের অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসসিএন/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।