ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

আগরতলায় পুলিশ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
আগরতলায় পুলিশ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা পুলিশ সপ্তাহ পালিত- ছবি: বাংলানিউজ

আগরতলা: পুলিশ সপ্তাহ উপলক্ষে ত্রিপুরা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘পুলিশ ও সাধারণ মানুষের অংশীদ্বারিত্ব মজবুতকরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ জানুয়ারি) রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বর্তমানে ত্রিপুরার পুলিশি দায়বদ্ধতা কমিশনের সভাপতি সুবল বৈদ্য, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্ত ও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক কে নাগরাজ প্রমুখ।

সভায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বর্তমানে ত্রিপুরার পুলিশি দায়বদ্ধতা কমিশনের সভাপতি সুবল বৈদ্য বলেন, পুলিশ ও সাধারণ মানুষ যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে করেন তবে সাফল্য আসতে বাধ্য।

জনগণ অনেক সময় নিষ্ক্রিয় থাকে এক্ষেত্রে পুলিশকেই এগিয়ে আসতে হবে বলেও মত ব্যক্ত করেন তারা।  

এ সময় পুলিশের কাজের গণ্ডি, দায়িত্ব-কর্তব্যসহ পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের যে ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করেন বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এসসিএন/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।