ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় এক হাজার চল্লিশ বোতল মদ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ত্রিপুরায় এক হাজার চল্লিশ বোতল মদ উদ্ধার

ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত কাঠালিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৪০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৯ জানুয়ারি) ট্রাকসহ মদের বোতলগুলো জব্দ করা হয়।  

সোনামুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল চক্রবর্তী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজ চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়।

মদের বোতলবাহী ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জব্দ মদের আনুমানিক মূল্য দু’লাখ রুপি বলেও জানান ওসি অমল।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।