ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলেন রাবার শ্রমিক সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলেন রাবার শ্রমিক সদস্যরা

আগরতলা: পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১০ জানুয়ারি) ডেপুটেশনে মিলিত হয়েছেন ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি দল।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ত্রিপুরা রাজ্যের যেসব সরকারি রাবার বাগান বেআইনি দখলদারদের অধীনে চলে গেছে তা দখলমুক্ত করা, রাবার শ্রমিকদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুসারে সরকারি কাজে নিযুক্তি ইত্যাদি।  

এদিন মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে দাবির সনদ তুলে দেন তারা।

নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাপস দত্ত।  

ভারতে সংকটের মুখে ‍রাবার শিল্প, প্রতিদিন রাবারের দাম কমছে। ফলে ক্ষতির মুখোমুখি হচ্ছেন রাবার চাষের সঙ্গে সংশ্লিষ্ট সবাই।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।