ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

নারী দিবসে আগরতলায় সেরা ‘আশা কর্মীদের’ সম্মাননা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
নারী দিবসে আগরতলায় সেরা ‘আশা কর্মীদের’ সম্মাননা  নারী দিবসে আগরতলায় সেরা ‘আশা কর্মীদের’ সম্মাননা-ছবি-বাংলানিউজ

আগরতলা: আন্তর্জাতিক নারী দিবসে ভারতের ত্রিপুরা রাজ্যের সেরা ‘আশা কর্মীদের’ সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (৮ মার্চ) আগরতলার মাতঙ্গিনী-প্রীতিলতা সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের মন্ত্রী বাদল চৌধুরী, ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এস কে যাদব, স্বাস্থ্য দফতরের সচিব জে কে দেববর্মা প্রমুখ।

অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন এলাকার ‘আশা কর্মীরা’ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দফতরের অধীনে যেসব নারী বাড়ি-বাড়ি গিয়ে চিকিৎসা সেবা পৌঁছে দেন। তারা ‘আশা কর্মী’ হিসেবে পরিচিত। তাদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর মহকুমা স্তরে সেরা ‘আশা কর্মীদের’ পুরস্ক‍ার দেওয়া হয়।
 
ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সেরা ‘আশা কর্মীদের’ হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসসিএন/আরআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।