এ বিষয়ে সোমবার (৫ জুন) উভয় দেশের যৌথ দল বর্ডার হাটের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন ও সীমান্ত এলাকায় বৈঠক করেন। কোন জায়গায় হাট স্থাপন করলে উভয় দেশের ব্যবসায়ীদের সুবিধা হবে তা নিয়ে আলোচনা করেন।
এদিন ভারতীয় দলে উপস্থিত ছিলেন উত্তর জেলার সহকারী জেলাশাসক বিমল রিয়াং, কাস্টম সুপারিনটেন্ট হিরণ্ময় দত্ত এবং ঢাকা স্থিত ভারতের হাই কমিশনের দ্বিতীয় সচিব শিশির কুঠারী।
বাংলাদেশে তরফে ছিলেন মৌলভীবাজার জেলার এ ডি এম মির মোহম্মদ মাহাবুব রহমানসহ আরো দুই জন।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ৬, ২০১৭
এসসিএন/জেডএম