বিক্ষোভ কর্মসূচি-ছবি-বাংলানিউজ
আগরতলা: ত্রিপুরা রাজ্য সরকারের নতুন বেতন কাঠামোর সিদ্ধান্তে খুশি নয় ত্রিপুরা মহাকরণ কর্মচারী সমিতি এবং মহাকরণ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি।
বর্ধিত বেতনের সিদ্ধান্ত প্রত্যাহার করে আবার নতুন বেতন কাঠামোর দাবিতে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মহাকরণের প্রধান গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এই দুটি সংগঠনের সদস্যরা।
তাদের দাবি রাজ্য সরকার সামান্য পরিমাণ বেতন বৃদ্ধি করেছে।
ত্রিপুরা সরকার যদি তাদের দাবি না মানে তবে কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান তারা।
গত মঙ্গলবার (১৩ জুন) মন্ত্রিসভা রাজ্যের সব সরকারি কর্মচারী ও পেনশনারদের ন্যূনতম বেতন কাঠামো ২.২৫ শতাংশ হারে বৃদ্ধি করে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এসসিএন/আরআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।