ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ডি ওয়াই এফ আই’র নবম বাগান বাজার সম্মেলন অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
ডি ওয়াই এফ আই’র নবম বাগান বাজার সম্মেলন অনুষ্ঠিত ডি ওয়াই এফ আই’র নবম বাগান বাজার সম্মেলন-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডি ওয়াই এফ আই) খোয়াই জেলার তেলিয়ামুড়ার বাগান বাজার কমিটির নবম অঞ্চল সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ত্রিপুরা রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বানে শুক্রবার (১৬ জুন) বাগান বাজার কমিউনিটি হলে সম্মেলনের আয়োজন করা হয়।

সন্মেলনের শুরুতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শংকর দেবনাথ সংগঠনের পতাকা উত্তোলন করেন।

 

শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী, প্রাক্তন যুব আন্দোলনের নেতা প্রণব চক্রবর্তী, ক্ষেতমজুর ইউনিয়নের বিভাগীয় সম্পাদক সূর্য মোহন দাস প্রমুখ।

বাগান বাজার অঞ্চল এলাকার ছয়টি ইউনিটের মোট ২শ' ২৭ জন প্রতিনিধিকে নিয়ে শুরু হয় নবম অঞ্চল সন্মেলন।  

৫১ জন সদস্য নিয়ে নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটির সম্পাদক আশিষ ভৌমিক ও সভাপতি জোতিময় দেব।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।