ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার হাওড়া নদীতে ১ লাখ মাছের পোনা অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
ত্রিপুরার হাওড়া নদীতে ১ লাখ মাছের পোনা অবমুক্ত হাওয়া নদীতে অবমুক্ত করা হচ্ছে মাছের পোনা/ছবি: বাংলানিউজ

আগরতলা: নদীতে মাছ বাড়াতে উদ্যোগী হয়েছে ত্রিপুরা সরকারের মৎস্য অধিদফতর। শনিবার (১৭ জুন) ত্রিপুরার পশ্চিম জেলার চম্পকনগরের হাওড়া নদীতে ছাড়া হয়েছে এক লাখ মাছের পোনা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মৎস্য অধিদফতরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। তিনি নিজে নদীর পানিতে নেমে মাছের পোনা ছাড়েন।

দফতরের অন্য কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন। পোনা গুলির মধ্যে রয়েছে রুই, কাতল, কালিবাউশ প্রভৃতি।

নদীর পানি দূষণ, এক শ্রেণীর অসাধু মৎস্য ব্যবসায়ীর অতি লোভের কারণে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বৈরী আবহাওয়ার করণে নদী থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির মাছ।

যার জেরে সমস্যায় পড়ছেন নদী, নালা, খাল বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহকারী জেলেরা। সরকারের উদ্যোগ নতুন করে আশার আলো দেখাচ্ছে তাদের।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।