সোমবার (১৯ জুন) ত্রিপুরা বিধানসভা ভবনের নিজ কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।
গত ১৫ ও ১৬ জুন ভারতের উত্তরপূর্বাঞ্চলের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের বিধানসভা ভবনে 'নর্থইস্ট অ্যান্ড দ্য নর্থইস্ট রিজিওন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েসন'-এর সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে উত্তরপূর্ব ভারতের ৮টি রাজ্যের বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকাররা উপস্থিত ছিলেন। সম্মেলনে ত্রিপুরা রাজ্য থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।
ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে ভারতের উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য প্রস্তাব করা হয়। উত্তরপূর্ব ভারতের উন্নয়নের জন্য ভারত সরকার ডোনার মন্ত্রক ও উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন কাউন্সিল গঠন করেছে। কিন্তু উত্তরপূর্বের যোগাযোগসহ উন্নয়নের বিষয়টি প্রতিবেশি রাষ্ট্রকে ঘিরে। তাই বিষয়টি দেখবে দেশের পররাষ্ট্র দফতর। সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রকে আলাদা শাখা চালু অথবা নতুন মন্ত্রক চালু করার প্রস্তাব দেওয়া হয়।
সবাই এ বিষয়ে একমত হয়ে প্রস্তাব আকারে তা ভারতের পার্লামেন্টে পাঠানো হয়েছে।
গত বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ত্রিপুরায় এবং আগামী বছর সম্মেলন হবে অরুণাচল প্রদেশে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসসিএন/আরআর