ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলার প্যারাডাইসে জমে উঠেছে আনারসের বাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
আগরতলার প্যারাডাইসে জমে উঠেছে আনারসের বাজার আগরতলার প্যারাডাইসে জমে উঠেছে আনারসের বাজার

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় জমে উঠেছে আনারসের বাজার। এই বাজারে প্রায় সারা বছর ধরে আনারস পাওয়া গেলেও মে মাসের শেষ দিক থেকে বাজারে মৌসুমী আনারস আসতে শুরু করে। আর জুন মাস আসতে আসতে বাজার ছেয়ে যায় আনারসে।

এ বিষয়ে আনারস ব্যবসায়ী অমল দেব বাংলানিউজকে বলেন, বাজারে দৈনিক ১০ থেকে ১২ গাড়ি আনারস আসে। এই আনারসগুলো আগরতলার পাশ্ববর্তী নন্দননগর, হেজামারা, বিশ্রামগঞ্জ, সোনামুড়া ইত্যাদি জায়গা থেকে আসে।

তবে হেজামারা ও নন্দন নগরের আনারস সুমিষ্ট হওয়ায় ক্রেতাদের মধ্যে চাহিদা বেশি। এক একটি আনারস ৫ রুপি থেকে সর্বোচ্চ ২৫ রুপি বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা ক্রেতাদের পাশাপাশি রাজধানীর অন্যান্য বাজারের ব্যবসায়ীরাও এখান থেকে বিক্রির জন্য পাইকারি মূল্যে আনারস কিনে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এসসিএন/এসজে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।