মঙ্গলবার (২৭ জুন) রাজধানী আগরতলার আড়ালিয়া এলাকার দীপ্তানন্দ সরকার নামে এক ব্যক্তি পাড়ার দোকান থেকে কিনে আনার পর তা ধরা পড়ে।
দীপ্তানন্দ বলেন, ডিমগুলো সেদ্ধ করে তার স্ত্রী কাটার পর দেখেন তিনটি ডিমের ভেতরের কুসুম হলুদ রঙয়ের এবং একটি ডিমের ভেতরের কুসুম সাদা ও হাত দিয়ে চাপ দিলেই কেমন প্লাষ্টিকের মত ভেঙে যায়।
তখন তার সন্দেহ হয়, তিনি পাড়ার অন্যদের ডেকে ডিমগুলো দেখান। প্রত্যক্ষদর্শী সকলের অনুমান ডিমটি প্লাষ্টিকের।
খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যান আড়ালিয়া এলাকায়। পাড়ার দোকানিকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন অন্য সময়ের মত এই ডিমগুলো রাজধানীর মহারাজগঞ্জ বাজারের পাইকারি ডিমের দোকান থেকে কিনে এনেছেন।
আর কেউ এমন অভিযোগ করেনি বলেও জানান দোকানি।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
এসসিএন/বিএস