পূর্বাভাসে এও বলা হয়েছে, আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পার্শ্ববর্তী রাজ্য আসাম ও মেঘালয়েও এ সময় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসে রাজ্যের নিন্মাঞ্চলের লোকজনের মধ্যে শঙ্কা ভর করেছে। কারণ গত কয়েকদিন আগে রাজ্যে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তাতে মাছ চাষিসহ সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়।
ওই ক্ষতি কাটিয়ে না উঠতেই ফের ভারী বর্ষণের পূর্বাভাস কৃষকদের দীর্ঘমেয়াদি ক্ষতিতে ফেলবে। যা তারা সহজে কাটিয়ে উঠতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসসিএন/জেডএস