ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সড়ক ও রেল অবরোধ চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ত্রিপুরায় সড়ক ও রেল অবরোধ চলছে ত্রিপুরায় সড়ক ও রেল অবরোধ চলছে-ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করেছে রাজনৈতিক দল আইপিএফটি'র এসসি দেববর্মা গোষ্ঠী।

সোমবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৪৪ নম্বর ওখোয়াই জেলার বড়মুড়া পাহাড়ের খামথিং বাড়ি এলাকায় জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ শুরু করেন তারা ।

এদিন সকাল থেকেই দলের কর্মী ও সমর্থকরা ওই সড়কের উপর বসে তাদের এক দফা দাবির সমর্থনে স্লোগান দিচ্ছেন।

ত্রিপুরায় সড়ক ও রেল অবরোধ চলছে-ছবি: বাংলানিউজসেখানে যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশ, টিএসআর  ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে রাখা হয়েছে জলকামান, রায়ট কন্ট্রোল ভ্যানও। পুলিশের একাধিক ঊর্ধ্ধতন কর্মকর্তারা রয়েছেন ঘটনাস্থলে।

তাদের দাবি না মানা হলে এ অবরোধ অনিদিষ্টকালের জন্য চলবে। অবরোধকে ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধের জেরে আগরতলা থেকে কোনো দূরপাল্লার গাড়ি বা ট্রেন ছাড়েনি।

বাংলাদেশ সময়: ১০০8 ঘণ্টা, জুলাই ১০, ২০১৭

এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।