ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা জুড়ে বামদলগুলোর প্রতিবাদ কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
ত্রিপুরা জুড়ে বামদলগুলোর প্রতিবাদ কর্মসূচি আগরতলায় বামদলগুলোর প্রতিবাদ মিছিল

আগরতলা: আইপিএফটি দলের জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ, বিজেপি কর্মী সমর্থকদের দ্বারা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবন অবরোধ ও কংগ্রেস দলের ১২ ঘণ্টার বনধের প্রতিবাদ জানিয়ে আগরতলায় এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ জুলাই) সন্ধ্যায় বামফ্রন্ট সমর্থিত দুই যুব সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং দুই ছাত্র সংগঠন এসএফআই ও টিওয়াইএফ এর উদ্যোগে যৌথ উদ্যোগে আগরতলায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে ও আবার সিটি সেন্টারে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তীসহ বিপুল সংখ্যক ছাত্র যুবক।  এর প্রতিবাদে আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকাতেও এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।